ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

হামাস দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২১ অক্টোবর ২০২৩

গাজার হামাস শাসকরা শুক্রবার ২শ’ জিম্মির মধ্যে দুই আমেরিকানকে মুক্তি দিয়েছে এবং আরো মুক্তি দেবে বলে ইঙ্গিত দিয়েছে। জিম্মিরা ৭ অক্টোবরের হামলার সময় ইসরায়েলে অপহৃত হয়।

ইসরায়েলি সরকার জানিয়েছে, জুডিথ তাই রানান ও তার মেয়ে নাটালি শোশানা রানান শুক্রবার গভীর রাতে ইসরায়েলে ফিরে এসেছেন।
খবর এএফপি’র।

তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তাদের মুক্তির খবরে ‘অত্যন্ত আনন্দিত’। মুক্তি পাওয়ার পর বাইডেন ওই দুই নারীর সঙ্গে ফোনে কথা বলেছেন।

হামাস বলেছে, তারা তাদের বেসামরিক ‘জম্মিদের মুক্ত করতে কাতার ও মিশরের একসাথে কাজ করছে। আরো মুক্তির ইঙ্গিত দিয়েছে হামাস।’
দুই জিম্মির সঙ্গে গাজা সীমান্তে একজন ইসরায়েলি দূত দেখা করেন এবং ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যান। সেখানে জিম্মিদের পরিবার তাদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে।

আমেরিকান মা ও মেয়েকে ৭ অক্টোবর ইসরায়েল-গাজা সীমান্তের কাছে নাহাল ওজ কিবুতজ থেকে আটক করা হয়। তারা ওই সময় ইসরায়েলে ছুটি কাটাতে এসেছিলেন বলে জানা গেছে।

সূত্র: বাসস

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি