ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ৮ সেপ্টেম্বর ২০১৮

দুই ম্যাচ জেতার পরও সেমিফাইনাল নিশ্চিত নয় টিম বাংলাদেশের। আর আজকের ম্যাচের সমীকরণ দাঁড়িয়েছে, নেপালের কাছে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে তপু-সুহিলরা। তবে জয় বা ড্র করলেই গ্রুপ নিশ্চিত।

আসলে সমীকরণটা জটিল করে তুলেছে পাকিস্তান। আগের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়া দলটি শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। গোলের ব্যবধানই সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে পাকিস্তানকে। তিন ম্যাচ শেষে ৬ পয়েন্টের সঙ্গে তাদের গোল ব্যবধান দাঁড়ালো ৩টিতে। বাংলাদেশেরও পয়েন্ট ৬। গোল ব্যবধান ৩। শেষ ম্যাচে অন্তত ড্র করতে পারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠে যাবে বাংলাদেশ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি