হারিয়ে যাওয়া লেন্স চোখে নিয়ে ২৮ বছর!
প্রকাশিত : ১৭:৫১, ১৫ আগস্ট ২০১৮
হারিয়ে যাওয়া আস্ত একটি লেন্স চোখের মধ্যে নিয়ে ২৮ বছর পার করেছেন এক নারী। যুক্তরাজ্যে এ ঘটনা ঘটে।
ওই নারীর বাম চোখের পাতা ছয় মাস ধরে ফুলা ছিল।ডাক্তার দেখেন, তার চোখের পাতার নিচে শক্ত একটি পিন্ড রয়েছে।
পরে ডাক্তাররা জানতে পারে ওই নারীর চোখে একটি কন্টাক্ট লেন্স রয়েছে।
চিকিৎসকরা জানান, ব্যাডমিন্টনের শাটলককের আঘাতে লেন্সটি তার চোখের ওপরের দিকে চলে যায় এবং সেখানেই আটকে ছিল গত ২৮ বছর।
ডাক্তাররা জানান, এমআরআই করার ফলে ওই লেন্সটি ধরা পরে।পরে অস্ত্রোপচারের মাধ্যমে ওই সিস্ট অপসারণ করা হয়। অপসারণ করার পর দেখা যায়, সিস্টের ভেতরে ছিল একটি চোখের লেন্স।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২৮ বছর আগে, যুক্তরাজ্যের ১৪ বছর বয়সী ওই নারী ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোখে ব্যথা পান।
এ সময় তার ওই চোখের কন্টাক্ট লেন্সটি হারিয়ে যায়। কিন্তু লেন্সটি মূলত হারিয়ে যায়নি। ব্যাডমিন্টন ব্যাটের আঘাতে লেন্সটি তার চোখের মধ্যে আটকে যায়।
তবে এতো লম্বা সময় ধরে তার চোখের পাতায় লেন্সটি আটকে থাকার পরও ওই নারী তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। তার বাম চোখের পাতা একটু ভারী ছিল সবসময়, কিন্তু তা নিয়ে তিনি কখনো চিন্তিত হননি।
সূত্র: লাইভ সায়েন্স
এমএইচ/