ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হারের বৃত্তে সাকিবের দল টাইটান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ৯ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

হারের বৃত্ত থেকে বের হতে পারছেনা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গল টাইটান্স। বি-লাভ ক্যান্ডির কাছে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। এটি টাইটান্সের টানা তৃতীয় হার। 

এ দিন ব্যাটে-বলে নিজের সুনাম ধরে রাখতে পারেনি সাকিব আল হাসান। ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। 

পাল্লেকেলে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার ঝড়ো হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২০৩ রান তোলে ক্যান্ডি। ২৭ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৪ রান করেন হাসারাঙ্গা। 

জবাবে ১১৪ রানেই গুটিয়ে যায় গল টাইটান্স। বোলিংয়ে ৪ ওভারে ৩১ রান খরচায় উইকেট শূণ্য থাকা সাকিব ব্যাট হাতে ১২ বলে ১১ রান করেন।

এদিকে, প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়েছিলেন তাওহীদ হৃদয়। চলমান আসরটিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন হৃদয়। কারণ ৮ আগস্ট পর্যন্ত তাকে এলপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দারুণ ব্যাটিংয়ে তিনি মিশনটা স্মরণীয় করে রাখলেন। লিগটিতে নিজের শেষ ম্যাচেও এই টাইগার ব্যাটার ক্যামিও ইনিংস খেলেছেন। এতে ৬ উইকেটের বড় জয় পেয়েছে হৃদয়ের দল জাফনা কিংস। তিনটি চারের মারে ৯ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন হৃদয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি