ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হার্ট অ্যটাকে মারা গেলেন জাসদ নেতা শাহ জিকরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৮ মে ২০২২

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এ তথ্য দিয়েছেন।

বাংলাদেশ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শাহ জিকরুল আহমেদ আগামী ২৫ মে অনুষ্ঠেয় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ওই নির্বাচনের প্রচারে অংশ নিতেই তিনি রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর হয়ে গোপালগঞ্জে গিয়েছিলেন।

সাজ্জাদ বলেন, “গোপালগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রচার সভায় বক্তব্য শেষে রাত সাড়ে ৯টার দিকে উনার হার্ট অ্যটাক হয়। দ্রুত হাসপাতালে নিয়ে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

৭৩ বছর বয়সী ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এই সংসদ সদস্য স্ত্রী, তিন কন্যা রেখে গেছেন। রোববার দুপুরে তার মরদেহ ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর বিকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে এবং সন্ধ্যায় সেগুনবাগিচায় ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দপ্তরে নেওয়া হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি