ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হালান্ডের রেকর্ড ব্রেকিং হ্যাটট্রিকেও দুইয়ে সিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৬, ২২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ হ্যাটট্রিক করে ফেললেন হালান্ড। রোনালদোকে টপকে ভেঙে দিলেন রুড ভ্যান নেস্তেলরুইয়ের রেকর্ড। রোববার (২২ জানুয়ারি) উলভসের বিপক্ষে ঘরের মাঠে জয় পেল ম্যানচেস্টার সিটি। এরলিং হালান্ডের হ্যাটট্রিকে উলভসকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ল পেপ গার্দিওয়ালার দল।  

এই জয়ের পরেও ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানেই রইল সিটিজেনরা।

নরওয়ের ফুটবলার নেস্তেলরুই ইংলিশ প্রিমিয়ার লিগে ৬৫ ম্যাচে চারটি হ্যাটট্রিক করেন। হালান্ড মাত্র ১৯ ম্যাচেই তা করে ফেললেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ইংলিশ প্রিমিয়ার লিগে তিনটি হ্যাটট্রিক করেছিলেন। তাকে এদিন টপকে গেলেন হালান্ড। ছুঁলেন লিভারপুলের মোহাম্মদ সালাহকেও। তারও প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক রয়েছে চারটি।

উলভসের বিপক্ষে এদিন প্রথমার্ধ থেকেই দাপট দেখাচ্ছিল সিটি। প্রথমার্ধের শেষ দিকে গোলও পেয়ে যায় তারা। ৪০ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেডে গোল করেন হালান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় সিটি। সেখান থেকে গোল করতে ভুল করেননি হালান্ড। ৫৪ মিনিটের মাথায় তৃতীয় গোল পায় সিটি। সেই সঙ্গে হালান্ডের হ্যাটট্রিক। রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন তিনি।

তা সত্ত্বেও লিগ টেবিলে সিটি দু’নম্বরেই রয়ে গেল। ২০ ম্যাচে তাদের ৪৫ পয়েন্ট। ১৯ ম্যাচ খেলে আর্সেনালের ৪৮ পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের লড়াইটা মূলত আর্সেনাল এবং সিটির মধ্যে লড়াই চলছে। বাকিরা একটু পিছিয়ে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি