ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসনাতের পোস্ট ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ২ নভেম্বর ২০২৪ | আপডেট: ১২:১৮, ২ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আবারও জাতীয় পার্টিকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

শুক্রবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয়না।’

এই পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানোকে ইঙ্গিত করেছেন হাসনাত।

হাসনাতের একই পোস্ট করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলমও। ওই পোস্টের কমেন্ট বক্সে হাসনাতকে মেনশন করে সারজিস লিখেন, ‘হাসনাত আব্দুল্লাহ মাঝে মাঝে কড়া কথা বলে।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টিকে ‘জাতীয় বেঈমান’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ। 

পোস্টে তিনি লিখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

তার কিছুক্ষণ পর জাতীয় পার্টি (জাপা) ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি