ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

হাসপাতালের ভর্তি ভাস্কর ও চিত্রশিল্পী খালিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ৫ মে ২০১৭ | আপডেট: ১২:৪২, ৫ মে ২০১৭

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি রয়েছেন ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অপরাজেয় বাংলার ভাস্কর এই শিল্পী গত ২ মে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভার্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা বার্ধক্য জনিত রোগে ভুগছেন একুশে পদক প্রাপ্ত এই গুনী শিল্পী। সৈয়দ আবদুল্লাহ খালিদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি