ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে ভর্তি অমিতাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ১০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কাঁধ শিরদাঁড়ায় যন্ত্রণা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অমিতাভ বাচ্চনকে। তবে গুরুতর নয়, রুটিন চেকআপের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় হাসপাতালে আনা হয় বিগ-বিকে। আপাত তিনি কেমন আছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার সারা রাত ‘ঠগস অফ হিন্দুস্থান’র শ্যুটিং করে শুক্রবার সকালেই বাড়ি ফিরেছিলেন তিনি। একথা নিজেই টুইটারে পোস্ট করে জানিয়েছেন ভক্তদের।

তবে এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় অমিতাভকে স্থানীয় লিলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এ খবরে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে মুক্তি পেয়েছে অমিতাভ বাচ্চন ও ঋষি কাপুর অভিনীত ‘১০২ নট আউট’-এর টিজার। ইতিমধ্যে এই টিজারে ঋষি কাপুর ও অমিতাভের অভিনয় দেখে মুগ্ধ সিনেমাপ্রেমীরা।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি