হাসপাতালে সাড়ে ৬ হাজার ডেঙ্গু রোগি (ভিডিও)
প্রকাশিত : ১২:০৩, ৩ আগস্ট ২০১৯
ডেঙ্গু আতঙ্কে সারাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের বলছে, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজারের বেশি। গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি সাড়ে ৬ হাজার। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৯৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে নতুন রোগী ৬২ জন। এদের বেশিরভাগই ঢাকায় আক্রান্ত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন।
কুমিল্লার হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২২। চিকিৎসাধীন ৬৩ জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন রোগি। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছে ৩৭ জন। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে রোগী বাড়লেও তাদের প্রস্তুতি রয়েছে।
এক সপ্তাহে জামালপুরে ৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। এদের সকলেই ঢাকাতে আক্রান্ত হয়েছেন বলে জানান স্বজনরা।
৯ দিনে কুড়িগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২৪ জন। এরা সকলেই ঢাকাতে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছে।
আরও পড়ুন