ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে গুলশান-২ এর বাসভবনে নেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষ করে বিকেলে হাসপাতাল থেকে তাকে বাসায় নেয়া হয়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর মধ্যরাতে খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। 

এর আগে, গত ২৩ জুন সফল অস্ত্রোপচার হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম কালেদা জিয়ার।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি