ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হাসানের তোপে তিন উইকেট হারিয়ে চাপে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১১:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৪

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তে বাংলাদেশ সফল হয়েছে বলা যায়। ম্যাচের শুরুতেই ভারতের তিনটি উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। আর উইকেট তিনটি পেয়েছেন পেসার হাসান মাহমুদ। 

রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে হারিয়ে চাপে পড়েছে ভারত।

১০ম ওভারে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। ৬ বলে ৬ রানে আউট হলেন কোহলি।

ম্যাচের অষ্টম ওভারে শুবমান গিলকে আউট করেন হাসান মাহমুদ। গিলের পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। গিল ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন। তাঁর ব্যাটের কানা নিয়ে বল জমা পড়েছে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। 

৮ বল খেলে ০ রানে ফিরলেন গিল।

এর আগে ম্যাচের শুরু থেকেই হাসান মাহমুদের বল স্বস্তি নিয়ে খেলতে পারছিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। একটু বেশি সাবধানী মনে হচ্ছিল। চতুর্থ ওভারে এলবিডব্লু হওয়া থেকে বেঁচেছেন। রিভিউ নিয়েও তাঁর উইকেটটি পায়নি বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ ওভারে রোহিতকে (১০ বলে ৬) তুলে নিলেন হাসান।

স্টাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে নাজমুলের হাতে। 

১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৪ রান।

উইকেটে জয়সওয়ালের (১৭) সঙ্গে আছেন রিশভ পন্ত (০)

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি