ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, অডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১৫ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:১১, ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আত্মগোপনে থাকা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সারাদেশে অরাজকতা তৈরির নির্দেশনা দিয়েছেন তিনি। ইতিমধ্যে অডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এছাড়া দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী-সমর্থকদের প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

১১ মিনিট ৯ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে জাহাঙ্গীরকে বলতে শোনা যায়, “পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ি গুছিয়ে দিবে না। আমাদের নেতা (শেখ হাসিনা) তার কাজ করছেন। আমাদের যে কাজ, তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কী করতে হবে, ২৪ ঘণ্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে, আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে।”

তিনি আরও বলেন, “শকুনেরা দেশ দখল করছে। তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কীভাবে দেশে আনা যায়, সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহস থাকতে হবে। আমরা যদি ১ লাখ মানুষ একসঙ্গে হই, কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশেই আমাদের শক্ত অবস্থান গড়ে উঠবে।”

জাহাঙ্গীর আরও বলেন, “শুধু ছাত্রলীগেই ৩৬ লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলিয়ে ১ কোটি ৭২ লাখ নেতা থাকার কথা ছিল। কিন্তু কী কারণে তা হয়নি, আপনারা সবাই জানেন। আমাদের ভুলত্রুটি ছিল, সেটাও আমরা জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি, কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান তৈরি করতে পারবে না। নিজ নিজ ওয়ার্ডে আমাদের অবস্থান গড়ে তুলতে হবে। তাহলেই সারা দেশেই আমাদের শক্ত অবস্থান নিশ্চিত হবে।”

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, পতিত ফ্যাসিস্টরা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের এ চক্রান্ত মোকাবিলা করতে হবে। না হলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা সৃষ্টি করবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি