ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হায়দরাবাদের কাছে কেকেআরের হার, ব্রুকের সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৩ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। সুযোগ পায়নি লিটন কুমার দাস।

ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২২৮ রানের বিশাল পুঁজি পায় হায়দরাবাদ। 

৫৫ বলে তিন ছয় ও ১২ চারে সেঞ্চুরি করেন ব্রুক। আইপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরি এটি।

এছাড়া ২৫ বলে ৫০ রানের ঝরো ইনিংস খেলেন অধিনায়ক এইডেন মার্কারাম। 

জবাবে নিতিশ রানার ৭৫ ও রিংকু সিংয়ের ৫৮ রানের ইনিংসেও হার এড়াতে পারেনি কলকাতা। ৭ উইকেট হারিয়ে ২০৫ রান করে তারা। 

দারুণ সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরষ্কার জিতেন হ্যারি ব্রুক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি