হিংয়ের ৬ ঔষুধী গুণ
প্রকাশিত : ১২:১৩, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫৩, ৩ সেপ্টেম্বর ২০১৮
অসুখ হলেই আমরা ডাক্তারের কাছে ছুটি। অথচ আমাদের হাতের কাছেই এমন সব উপাদান রয়েছে যেগুলোন গুণাগুণ সম্পর্কে আমাদের ধারণাই নাই। প্রাকৃতিক এমন সব উপাদানের একটি হচ্ছে হিং। হিংয়ের ৬ ধরণের ঔষুধী গুণাগুণ রয়েছে। নিচে তা দেওয়া হলো-
১) হিং ক্রিমিনাশক, আক্ষেপনিবারক, সর্দ্দি নিঃসরক, স্নায়ুবিক উত্তেজক, মৃদুবিরেচক ও হিস্টিরিয়ারোধক নিবারক।
২) পেট ফাঁপাজনিত ব্যথায়, হুপিং কাশিতে, কলেরা, অর্জীর্ণ ও খিচুনী রোগে হিং খুবই উপকারী।
৩) হৃদযন্ত্রের অসুখ, শিশুদের ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া রোগে হিং ভাল ঔষধ।
৪) শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রের পক্ষে হিং এক উত্তেজক ভেষজ।
৫) হিং গাছের কল্প কাকঁড়া ও বিছার দংশনের যন্ত্রণায় উপকারী। পেটের পীড়ার প্রতিষেধক। বায়ুরোগ এবং মুচ্ছারোগ উপকারী।
৬) বীজ উত্তেজক, সুগন্ধি, অগ্যুদ্দীপক , ঋতুস্রাবকারক।