ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

হিকসের পদত্যাগে ট্রাম্পের প্রতিক্রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ১ মার্চ ২০১৮

হোয়াইট হাউসের জনসংযোগ প্রধান হোপস হিকসের পদত্যাগের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, হিকস একজন চমৎকার কর্মী। গত তিন বছর ধরে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সে স্মার্ট এবং সুদূরপ্রসারী চিন্তা ভাবনা করা একজন ব্যক্তি।

হিকসকে ‘হোপস্টার’ নামে ডাকা ট্রাম্প আরও বলেন, আমার পাশে তাঁর অনুপস্থিতি আমি অনুভব করব। তবে তিনি যখন অন্য কিছু করতে চাইলেন তখন আমি ব্যাপারটা বুঝলাম। সম্ভব হলে ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব।

কে এই হিকস

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের মেয়ে হোপ হিকস। হাইস্কুল ও কলেজে ল্যাকরোস খেলোয়াড় হিসেবে সুনাম অর্জন করেন। কিশোরী বয়স থেকেই মূল ধারায় মডেলিং শুরু করেন হিকস।

পরে ২০১৪ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রপার্টি ব্যবসা এবং ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্পের ফ্যাশন ব্যবসার জনসংযোগের কাজ করা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জনসংযোগ খাতে ক্যারিয়ার শুরু করেন।

২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ‘প্রেস সচিব’ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বলা হয়ে থাকে, ট্রাম্পের কোন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করা অথবা তাঁর মতামতের বিরুদ্ধে মন্তব্য করতে পারা যে ক’জন গুটি কয়েক ব্যক্তি ট্রাম্প প্রশাসনে আছেন তাঁদের মধ্যে অন্যতম হিকস।

তবে এতকিছুর পরেও ট্রাম্প আমলে চতুর্থ প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে পদত্যাগ করলেন মাত্র ২৯ বছর বয়সী এই কর্মকর্তা।

গত বছরের আগস্টে একই পদ থেকে আনথনি স্কেরামুক্কি পদত্যাগ করলে দায়িত্ব নেন হোপ হিকস।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি