হিগুয়াইনকে দিবালার অভিনন্দন
প্রকাশিত : ২১:৩০, ৩ আগস্ট ২০১৮
কদিন আগেই জুভেন্টাস ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন গঞ্জালো হিগুয়াইন। জুভেন্টাস থেকে ধারে এক বছরের জন্য কিনে নিয়েছে এসি মিলান। তাই গঞ্জালো হিগুয়াইনকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন স্বদেশি পাওলো দিবালা।
২০১৬ সালের জুলাইয়ে নাপোলি থেকে ইউভেন্তুসে পাড়ি জমানোর পর দুই মৌসুম সাফল্যের সঙ্গে কাটান হিগুয়াইন। পুরোটা সময় আক্রমণভাগে তার সতীর্থ ছিলেন দিবালা। এক টুইটে দিবালা লিখেন, “শুভ কামনা ভাই। জয়, গোল আর শিরোপার বছরগুলো ভাগাভাগি করে নেওয়াটা খুবই চমৎকার ছিল!” সিরি আতে গত দুই মৌসুমে এই দুজনে মিলে করেন ৭৩ গোল। দুইবারই শিরোপা জেতে জুভেন্টাস।
এমজে/