ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিনা খানকে ধমকালেন কৃতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ৩১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের দক্ষিণী অভিনেত্রীদের নিয়ে সম্প্রতি বিরুপ মন্তব্য করেছেন হিনা খান। টেলিভিশনের ‘ফেভারিট বহু’-র ওই মন্তব্য প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। আর এরপরই শুরু হয় বিতর্ক। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভারতের দক্ষিণী অভিনেত্রী কৃতি খারবান্দা।

হিনার মন্তব্যের পাল্টা জবাবা দিয়ে কৃতি বলেন, হিনা খান টেলিভিশনের একটি অন্যতম বড় নাম। কিন্তু, দক্ষিণের অভিনেত্রীদের নিয়ে যে ধরনের মন্তব্য উনি করেছেন, তা লজ্জাজনক। তামান্না থেকে শুরু করে কাজল অগ্রওয়াল কিংবা সামান্থা রুথ প্রভু, কেউ মোটা নন। দক্ষিণী অভিনেত্রীরা যদি চান, ওজন বাড়াতে, তাহলে বাড়াতে পারেন। আবার যদি তাঁরা মনে করেন, ওজন ঝরাবেন, তাও সহজেই করতে পারেন।

বিগ বসের প্রতিযোগী হিনা খান যে মন্তব্য করেছেন দক্ষিণী নায়িকাদের নিয়ে, তা অহেতুক বলে দাবি কারেন কৃতি।

পাশাপাশি তিনি আরও বলেন, তিনি হিনাকে শ্রদ্ধা করেন। তাঁর বহু ভক্ত রয়েছে। কিন্তু, সম্প্রতি বসের ঘরে গিয়ে হিনা যে ধরনের মন্তব্য করেছেন, তা অহেতুক বলেও মনে করেন এই অভিনেত্রী।

সূত্র : স্পটবয়

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি