ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিনা খানের হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ২৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

হিনা খান জনপ্রিয় টিভি প্রোগ্রাম ‘বিগ বস’ এর প্রতিযোগি ছিলেন। বিভিন্ন কারণেই তিনি খবরের শিরোনাম হতেন। সামান্যতেই মাথা গরম করার অভ্যাস রয়েছে তার। এবার মেজাজ হারিয়েছেন ভক্তদের ওপর। তাই প্রকাশ্যে হুমকি দিলেন তাদের। ট্রল বন্ধ না হলে সামাজিক মাধ্যমে নিজের অ্যাকাউন্ট বন্ধ করার হুমকি দেন এ অভিনেত্রী। খবর এবেলার।  

‘বিগ বস ১১’ এর বিজেতা না হলেও ভক্তদের মন জয় করেছেন হিনা খান। ‘বিগ বস’ শেষ হয়ে যাওয়ার পরে বিজেতা শিল্পা শিন্ডের চেয়েও খবরে বারবার উঠে এসেছেন হিনা। কখনও ফ্যাশনের জন্য, কখনও পরবর্তী কাজের জন্য। কিন্তু এবার হুমকি দিয়ে খবরে এলেন হিনা। 

‘বিগ বস’-এর ঘর থেকে বেরোনোর পরে একাধিকবার ট্রলের শিকার হয়েছেন হিনা। বেশ কয়েক দিন চুপ করে থেকে এবার বড়সড় জবাব দিলেন ‘ইয়ে রিশতা কেয়া কেহেলাতা হ্যায়’ খ্যাত নায়িকা। দর্শকদের উদ্দেশে বললেন, ট্রল করতে থাকলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন তিনি।

ফ্যাশন সেন্সের জন্য হিনা ‘বিগ বস’-এর ঘরেও প্রশংসিত হয়েছেন। কিন্তু একই কারণে তিনি ট্রলেরও শিকার হয়েছেন। শিগগিরই হিনাকে একটি পঞ্জাবি মিউজিক ভিডিওতে দেখা যাবে। টিভি অভিনেতাদের মধ্যেই হিনাই হায়েস্ট পেড। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি