হিন্দু ধর্মাবলম্বীদের কুম্ভমেলা ঐতিহ্যে পরিণত হয়েছে (ভিডিও)
প্রকাশিত : ১১:৩১, ২৮ জুন ২০১৯ | আপডেট: ১১:৩৩, ২৮ জুন ২০১৯
মাদারীপুরের হিন্দু ধর্মাবলম্বীদের কুম্ভমেলা হয় এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছর ১৩ জৌষ্ঠে এ মেলায় দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত আর বাউল শিল্পীরা অংশ নেন। একদিনের অনুষ্ঠান হলেও মেলা চলে ৪ থেকে ৫ দিন।
১৩৬ বছর আগে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীতে ১৩ জন সাধু, ১৩ কেজি চাল ও ১৩ টাকা নিয়ে সাধু ও সিদ্ধিদাতা মহামানব ‘গণেশ পাগল’ এর নামে মেলার আয়োজন করে। ভারতের কুম্ভমেলাকে অনুসরণ করে ওই ১৩ সাধু মেলার নাম দেন কুম্ভমেলা।
সেই থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা। এটা উপমহাদেশের দ্বিতীয় বৃহৎ কুম্ভমেলা। দেশ-বিদেশের লাখো ভক্তের বন্দনায় মুখর হয়ে ওঠে রাজৈরের কদমবাড়ীর গণেশ পাগলের ঐতিব্যবাহী মেলা।
রাত গভীর হওয়ার সাথে সাথে জনসমুদ্রে রূপ নেয় মেলাপ্রাঙ্গন। লাখো ভক্ত আর হাজারো বাউল শিল্পীরা ১০৮টি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। মেলা উপলক্ষে প্রায় ৬ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ৪/৫ দিনব্যাপী বসে বৃহৎ কুটিরশিল্প মেলা।
মেলা উপলক্ষে নেয়া হয় বাড়তি সর্তকতা।
আরআইবি//
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশ নেন বর্নাঢ্য এই আয়োজনে।
আরও পড়ুন