হিমাগারে আলু, বাড়ছে দাম (ভিডিও)
প্রকাশিত : ১৩:৩৯, ২২ অক্টোবর ২০২০
দেশে আলু উৎপাদনের অন্যতম জেলা নীলফামারী। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে গত বছর। সে হিসেবে বাজারে আলুর দর স্থিতিশীল থাকার কথা থাকলেও দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। অভিযোগ হিমাগারগুলোতে পর্যাপ্ত আলু মজুদ থাকলেও তা বাজারজাত করা হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছর এ জেলায় ২০ হাজার ৮৫৫ হেক্টর জমিতে ৪ লাখ ৯৭ হাজার ২৫২ মেট্রি টন আলু উৎপাদিত হয়েছে। চাহিদার তুলনায় বেশি এবং হিমাগারগুলোতে পর্যাপ্ত আলু মজুদ থাকলেও তা বাজারজাত না করায় আলুর দাম বৃদ্ধি পায়। খুচরা বাজারে প্রতি কেজি আলু এখন ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দাম বাড়ার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করছে খুচরা ও পাইকারি বিক্রেতারা।
পাইকারি বিক্রেতাদের দাবি, ‘২৫ টাকা দিয়েও আমরা কিনতে পারছি না, বেশি দামে কিনতে হচ্ছে। তাহলে কমে বিক্রি করবো কিভাবে।’ আর খুচরা বিক্রেতারা বলছেন, ‘আমাদেরকে ৩৫ টাকা দিয়ে কিনতে হয়। বিক্রি করছি ৩৮ টাকায়।’
এদিকে কৃষি বিপণন অধিদপ্তর জানায়, কৃষকেরা রোপণের জন্য হিমাগার থেকে আলু নিলেও ব্যবসায়ীরা বেশি লাভের আশায় আলু বিক্রি করছেন না।
জানতে চাইলে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের বাজার কর্মকর্তা এটিএম এরশাদ আলম খাঁন বলেন, ‘জনস্বার্থে এটি বাজারজাত করতে হবে। যদি তারা নির্দেশান পরোয়া না করে, তাহলে আমরা ব্যবস্থা নিবো।’
তবে হিমাগার কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা পাওয়ার পর থেকেই হিমাগার থেকে তারা কৃষকদের আলু দিচ্ছেন।
জেলার অংকুর হিমাগার ম্যানেজার এম.এ ছাত্তার বলেন, ‘আগামী নভেম্বরের দিকে আমরা কৃষকদেরকে আলু দিবো। এতে করে বাজারে আলুর দাম কমাতে ভূমিকা রাখবে।’
এআই//এমবি
আরও পড়ুন