ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

হিলিতে ৪ মাদক ব্যবসায়ীসহ ২২ আসামী গ্রেফতার

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৫, ২৮ জুলাই ২০১৯

দিনাজপুরের হাকিমপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত পলাতক ২২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত হাকিমপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, মোতালেব (৩২), আমজাদ (৩৫), শহিদুল (৪৫), ওসমান (৪৭), সেলিম (৩৫), বদিউজ্জামান (৪০), তোজাম্মেল (৪৮), মহির (৫০), নুতু (৪৯), আনিছুর (৪০), মোস্তাক (৪৫), আকরাম (৪৫), বাদশা (৩০), শামিম (৩৬), বারিক (৪৮),গফুর (৫০), মাবুদ (৩৬), শহিদ (৩০), নজরুল (৩৫), শফিকুল (৩৫), আনিছুর (৩৮), মমতাজ বেগম (৩২), ফেরদৌস (২৬), সজিব (২২), মমতা বেগম (৩৫), সাইফুল (৪২)। এদের সকলের বাড়ি হাকিমপুরের বিভিন্ন এলাকায়। শুধু মমতা বেগমের বাড়ি গাইবান্ধায়।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশ শনিবার দিবাগত রাতে হাকিমপুরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ১৪৫ বোতল ফেন্সিডিলসহ ফেরদৌস, ১৭০ বোতল ফেন্সিডিলসহ সজিব, ২০ বোতল ফেন্সিডিলসহ মমতা বেগম ও ২০ বোতল ফেন্সিডিলসহ সাইফুল নামের চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এরা সকলেই মাদকসহ বিভিন্ন মামলার আসামী ছিলেন। 
এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং তারা পলাতক ছিল। পরে রোববার দুপুরে মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

এনএম/কেআই
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি