ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

হুমকির মুখে মুন্সিগঞ্জ শহর রক্ষা বাঁধ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২০ মে ২০১৮ | আপডেট: ১২:৪০, ২০ মে ২০১৮

সংস্কারের অভাব হুমকির মুখে পড়েছে মুন্সিগঞ্জ শহর রক্ষা বাঁধ। কর্তৃপক্ষের উদাসীনতায় হতাশা জানিয়েছেন স্থানীয়রা। তবে দ্রুতই বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছে প্রশাসন।

মেঘনা, ধলেশ্বরী আর শীতলক্ষ্যা নদীর মোহনায় অবস্থিত মুন্সিগঞ্জ জেলা। ভাঙন থেকে বাঁচাতে ২০০৮ সালে ৪ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয় শহর রক্ষা বাঁধ। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে হুমকির মুখে পড়েছে বাঁধটি।

বাঁধের ৩ কিলোমিটার এলাকার প্রায় ২৫টি স্থানে ধসে পড়েছে ব্লক। ক্ষতিস্ত হয়েছে মুক্তারপুর সেতুর আশপাশের বেশিরভাগ এলাকা। বাঁধের ওপর অবাধে গড়ে উঠা বালুর ব্যাবসা আর বাল্কহেড তৈরীর কারখানার জন্যে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এসব কিছুই অজানা নয় জেলা প্রশাসনের। এ ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

নদী তীরবর্তী নান্দনিক শহর মুন্সিগঞ্জকে টিকিয়ে রাখার দাবি এলাকাবাসীর।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি