হুমকি-ধমকি দিলে জনমনে সন্দেহ সৃষ্টি হবে: বদরুদ্দোজা চৌধুরী
প্রকাশিত : ২৩:৫৫, ২১ নভেম্বর ২০১৮ | আপডেট: ০০:০৩, ২২ নভেম্বর ২০১৮
নির্বাচনকে ঘিরে কোনও হুমকি-ধমকি দিলে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হবে এ কথা বিরোধী দলকে বুঝতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে বিকল্পধারার নির্বাচনি কার্যালয়ে বিকল্পধারার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বি চৌধুরী বলেন, ‘নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে, ভোটে বাধা দেওয়া হবে— এমন কোনও আভাস দেওয়া হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। সেটা হবে ইতিহাসের নির্মম অধ্যায়। ভারসাম্য রাজনীতি প্রতিষ্ঠায় আমাদের যদি আপস করতে হয়, সে পরিস্থিতি আনা উচিত হয়, তাহলে যে দলটি সরকার গঠন করবে সে দলের শরিকদের অধিকসংখ্যক আসন দিয়ে ব্যালেন্স করতে হবে।’
মহাজোটের কাছে কয়টি আসন চান— সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে বি চৌধুরী বলেন, ‘এই মুহূর্তে এটা বলবো না। আমরা রাজনীতিতে সংশোধন আনতে চাই। ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই৷ কোনও দল একক সিদ্ধান্তে যেন স্বেচ্ছাচারিতা করতে না পারে বিকল্পধারা সেই ধারার রাজনীতি প্রতিষ্ঠা করবে।’
অনুষ্ঠানে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, এইচ এম গোলাম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরকে//
আরও পড়ুন