ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হৃদরোগীদের জন্য সুখবর!

প্রকাশিত : ১১:৩৩, ৭ জুন ২০১৯ | আপডেট: ১১:৩৮, ৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ব্রিটিশ বিজ্ঞানীরা হৃদরোগীদের জন্য এক বিশেষ ধরনের ‘পট্টি’ তৈরি করেছেন। পট্টির মাধ্যমে ছেঁড়া কাপড় যেমন জোড়া লাগানো যায়, ঠিক তেমনি হার্ট অ্যাটাকের ফলে ক্ষতিগ্রস্ত হৃদপিন্ডের পেশিগুলোকে সারিয়ে তুলতে এ ‘পট্টি’ তৈরি করা হয়।

লক্ষ লক্ষ জীবন্ত দেহকোষ দিয়ে তৈরি বিশেষ ধরণের ‘পট্টি’ নিয়ে বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন। তারা এটির নাম দিয়েছেন হার্ট প্যাচে। এই প্যাচটি প্রায় তিন সেন্টিমিটার বা এক ইঞ্চি দীর্ঘ। এটি রোগীর নিজ দেহের কোষ থেকেই ল্যাবরেটরিতে তৈরি করা হবে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিশেষজ্ঞরা ম্যানচেস্টারে এক সম্মেলনে তাদের এই গবেষণার ফল তুলে ধরেন।

বিজ্ঞানীরা বলছেন এটিকে একটি তালি বা পট্টির মতো করে ক্ষতিগ্রস্ত হৃদপিন্ডের ওপর সেলাই করে দেওয়া হবে এবং তা ধীরে ধীরে সুস্থ পেশিতে পরিণত হয়ে হৃদপিন্ডের সাথে মিশে যাবে।

তারা বলছেন তারা খরগোশের দেহে এ পদ্ধতি পরীক্ষা করে দেখেছেন যে এটি নিরাপদ। দু বছরের মধ্যেই মানবদেহের ওপর এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।

শরীরের কোন একটি ধমনী যখন সরু হয়ে যায় - তখন হৃদপিন্ডের পেশিতে রক্তের প্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে পেশিগুলোতে অক্সিজেন আর পুষ্টিকর উপাদানের অভাব ঘটে। তাই হৃদপিন্ডের রক্ত পাম্প করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দেখা দেয় হৃদরোগ।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি