ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেট স্টোরি-৪’র ট্রেলারে ঝড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ২৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:১২, ২৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দিস ইজ নট লাভ স্টোরি, ইট ইজ হেট স্টোরি’- এমনই বক্তব্য নিয়ে মুক্তি পেয়েছে ‘হেট স্টোরি ৪’অফিসিয়াল ট্রেলার। প্রেম, যৌনতা আর শিহরণের এক মিশেল হেট স্টোরি। বলিউডের ইরোটিক থ্রিলার সিনেমা নির্মাতা ফ্রাঞ্চাইজি হেট স্টোরি।

সিনেমাটি প্রধান চরিত্রে এবার দেখা যাবে উর্বশী রাউটেলাকে। বিশাল পান্ডের পরিচালনায় এতে আরও আছেন টিভি তারকা করণ ওয়াহি আর ভিভান ভাথেনা।

যাঁরা হেট স্টোরির নিয়মিত দর্শক তাদের জন্য এই সিক্যুয়েলটি আরও উত্তেজক হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আগের পর্বগুলোর মতো এই পর্বও দর্শকদের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে জানিয়েছেন পরিচালক। এবার সিনেমাটির চতুর্থ সিক্যুয়েলে মাত করবেন উর্বশী। বক্স অফিস হিটের সঙ্গে সঙ্গে সিনেমাটিতে উর্বশী সবার নজর কাড়বে বলে আশা করা হচ্ছে। আগামী ৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। গত ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে এর অফিসিয়াল ট্রেলার।

ট্রেলার দেখতে ক্লিক করুন :

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি