হেনস্থার শিকার ক্রিকেটার জাদেজার স্ত্রী
প্রকাশিত : ০৮:১৮, ২৩ মে ২০১৮
প্রথমে বাক্ বিতণ্ডা, তারপর মহিলা গাড়ি চালকের চুলের মুঠি ধরে শারীরিক নির্যাতন। ভারতের গুজরাট পুলিশের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তিনি গুজরাটের জামনগর সিটি পুলিশের কর্তব্যরত কনস্টেবল সজয় আহির। আর এই ঘটনায় যিনি আহত হয়েছেন বলে অভিযোগ, তিনি ভারতের ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাদেজা।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সোমবার একটি দূর্ঘটনায় এক মোটরবাইক আরোহীর সঙ্গে ধাক্কা লাগে রিভা জাদেজার গাড়ির। এরপরই জাদেজার স্ত্রীকে আটক করে তার উপর চড়াও হন পুলিশ কনস্টেবল সজয়। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রিভার চুলের মুঠি ধরে তাকে মারতেও উদ্যত হন ওই কনস্টেবল। এমন সময় ঘটনাস্থলে ছুটে আসেন বেশ কিছু পথচারী। তারা ওই পুলিশ কনস্টেবলের হাত থেকে উদ্ধার করেন জাদেজার স্ত্রী রিভাকে।
উল্লেখ্য, এই ঘটনার কথা স্বীকার করেছেন জামনগর জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট প্রদীপ সেজুল। তিনি জানান, ‘আমরা তাকে (রিভা জাদেজা) যথাযথ সাহায্য করছি এবং দোষী পুলিশ কনস্টেবলের কঠিন শাস্তির ব্যবস্থা করছি।’
সূত্র : জি নিউজ
এসএ/