ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

হেরাথের বিদায়ী ম্যাচ শুরু হচ্ছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ৬ নভেম্বর ২০১৮

ইংল্যান্ডের বিপক্ষে আজ শুরু হচ্ছে লঙ্কানদের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম টেস্টে খেলোয়াড়ী জীবনের শেষ ম্যাচ খেলতে নামছেন লঙ্কান ক্রিকেটের ইতিহাসে সফলতম বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। সিরিজে অনুষ্ঠিত হবে আরও দু’টি টেস্ট।যদিও বাকিগুলোতে খেলবেন না হেরাথ।

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই গলেও টেস্টে অভিষেক হয়েছিল এই স্পিন হিরোর। শুরু আর শেষ মিলছে এক বিন্দুতে। ১৯ বছরের টেস্ট ক্যারিয়ারে টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষেই পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে ৪০ বছর বয়সী এই ক্রিকেটারের। লংগার ভার্সনে ৪৩০ উইকেট শিকার করে সর্বকালের সর্বোচ্চ শিকারির তালিকায় দশম স্থানে রয়েছেন অভিজ্ঞ এ স্পিনার।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি