ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘হেরা ফেরি’র ৩য় পর্বে নতুন সংযোজন! অক্ষয়, সুনীল, পরেশের সঙ্গী কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ৬ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

‘হেরা ফেরি ৩’ ছবির টিজারের শুটিং হয়ে গিয়েছে। শুটিং ফ্লোর থেকে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের ছবিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। পাশাপাশি শোনা যাচ্ছিল, ছবিতে খলনায়কের জন্য ভাবা হয়েছে ইন্ডাস্ট্রির এক বিশেষ মুখকে। এ বারে প্রকাশ্যে এল তার নাম।

নির্মাতারা অবশ্য এখনও সেই অভিনেতার নাম প্রকাশ্যে আনেননি। কিন্তু তিনি নিজেই এই ছবির অংশ হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি সঞ্জয় দত্ত। সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সঞ্জয়। সেখানে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সঞ্জয় বলেন, ‘‘হ্যাঁ, আমি ছবিটা করছি। একটা অসাধারণ ফ্র্যাঞ্চাইজ়ি। অক্ষয়, সুনীল এবং পরেশের সঙ্গে শুটিংয়ের জন্য মুখিয়ে রয়েছি।’’

তা হলে ছবিতে সঞ্জয়ের চরিত্রটি কী রকম হতে চলেছে? আগে শোনা গিয়েছিল, ছবিতে রবি কিষেনের তুতো ভাইয়ের চরিত্রে দেখা যাবে। ‘ফির হেরা ফেরি’ ছবিতে রাজু, শ্যাম এবং বাবু রাওয়ের হাতেই রবি অভিনীত গ্যাংস্টার চরিত্রটি বোকা বনেছিল। এ রকমও শোনা যাচ্ছে, ছবিতে সঞ্জয়ের চরিত্রটি নাকি দৃষ্টিহীন। সঞ্জয়ের উপস্থিতি যে ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি