ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হেলস-বাটলার ঝড়ে উড়ে গেল ভারত, ফাইনালে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ১০ নভেম্বর ২০২২

কোহলি ও পান্ডিয়ার জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যমাত্রা দেয় টিম ইন্ডিয়া। জবাবে হেলস-বাটলারের ব্যাটিং ঝড়ে ১৬ ওভারেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। অর্থাৎ রোহিত শর্মার দলকে ১০ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে পাকিস্তানের সঙ্গী হলও ইংল্যান্ড।

ষষ্ঠ ওভার করতে আসা অক্সার প্যাটেলকে একটি করে চার-ছয় মেরে ১১ রান তোলেন দুই ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলার। যাতে পাওয়ার-প্লের ৬ ওভারেই ৬৩ রান তুলে ফেলে ইংল্যান্ড। 

আর এতে সহজেই অনুমেয় যে, ভারতের করা ১৬৮ রানের জবাব দিতে নেমে কতটা মারমুখী ও দাপুটে ব্যাটিং করছে ইংলিশরা। ভারতের বোলারদের তুনোধুনো করে ওপেনিং জুটিতেই খেলা শেষ করে দেন হেলস ও বাটলার, ২৪ বল হাতে রেখে।

এদিন মাত্র ২৮ বলে ফিফটি হাঁকানো অ্যালেক্স হেলস ৮৬ রানে এবং তার সঙ্গী দলীয় অধিনায়ক জস বাটলার ৮০ রানে অপরাজিত থাকেন আছেন। 

ম্যাচ সেরা হেলসের ৪৭ বলের এই ইনিংসে ছিল ৭টি ছয়ের সঙ্গে চারটি চারের মার। আর তার চেয়ে দুটি বল বেশি খেলা বাটলারের ইনিংসে ছিল ৩টি ছয়ের সঙ্গে ৯টি চারের মার।

এর আগে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে ভারত। যার ফলে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৬৯ রান। জর্ডন ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি