ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংস্কার কাজ নিয়ে গাফিলতির অভিযোগ

প্রকাশিত : ০৯:৫০, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫০, ২২ নভেম্বর ২০১৬

আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল- ইন্টারকন্টিনেন্টালের সংস্কার কাজ নিয়ে গাফিলতির অভিযোগ উঠেছে। গেল জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও হোটেলটি চালু হতে আরো অন্তত ২ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংস্কারে বিলম্ব হওয়ায় অসন্তোষ প্রকাশ করে বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান বলেছেন, এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে সরকার। মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িয়ে আছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। ৭১ এ নানা গুরুত্বপূর্ন ঘোষণা এসেছে এখান থেকে। অনেক বিদেশী কুটনীতিক ও সাংবাদিকরা এই হোটেল থেকেই স্বাধীনতা যুদ্ধের কথা জানিয়েছেন বিশ্ববাসীকে। এরপর দুদফা এর দায়িত্ব পরিবর্তিত হয়ে শেরাটন ও সবশেষ রূপসী বাংলা নামে চলছে বেশকিছুদিন। আধুনিক মান সম্পন্ন করতে আবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল দায়িত্ব নেয়ায় ২০১৪ সলের ৩১ আগষ্ট এটি বন্ধ করে শুরু হয়, সংস্কার কাজ।  গেল জানুয়ারিতে চালু হবার কথা ছিল। তবে অক্টোবর পর্যন্ত সময় নিয়ে কাজ শেষ না হওয়ায় আবারও সময় চেয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কাজের অগ্রগতি নিয়ে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। এই ঠিকাদার জানিয়েছে ভিতরের কাজ শেষ হয়েছে মাত্র ২৫ ভাগ। নকশার পরিবর্তন এবং নানা কারণ দেখিয়ে দেরি করা হচ্ছে, রয়েছে এমন অভিযোগ। তবে এর পেছনে অবহেলা রয়েছে বলে মনে করছেন সংশ্লিস্টরা। তবে আগামী ফেব্র“য়ারীতে চালু করা না গেলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দিয়েছেন তিনি। সংশ্লিস্টরা জানান, আন্তর্জাতিক মানের হোটেল করতে এখানে কক্ষ কমিয়ে করা হয়েছে ২৩০টি। সেইসাথে নতুন আসবাবপত্র, সুইমিংপুল, জিমনেশিয়াম এবং নানা সুযোগ সুবিধা বাড়িয়ে ৩০ বছরের জন্য  পরিচালনার দায়িত্ব নিয়েছে আন্তর্জাতিক চেইন পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি