ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হোমান ও স্টেফানিককে নিয়োগ দিয়ে কী বললেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ১২ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রশাসনে সীমান্ত সামলানোর দায়িত্ব দিচ্ছেন টম হোমানকে। আর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন স্টেফানিককে।

প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, তিনি অভিবাসী বিরোধী কট্রর শাসক হিসেবে বেশ পরিচিত।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার এক পোস্ট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘আমি আইসিই’র সাবেক পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণে অত্যন্ত শক্তিশালী অদম্য ব্যক্তি টম হোমানকে আমাদের জাতীয় সীমান্তের দায়িত্ব দিতে পেরে আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হোমানকে চিনি। আমাদের সীমান্তে পুলিশিং কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণে তার মতো যোগ্য কেউ নেই।’

এদিকে ‘ওয়াশিংটন পোস্ট’ ও ‘ওয়াল স্ট্রীট জার্নাল’ জানিয়েছে, চীনের কঠোর সমালোচক আরেক কট্ররপন্থী ফ্লোরিডার কংগ্রেসম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাইকেল ওয়াল্টজকে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে, এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। সব ঠিক থাকলে নিউইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস ট্রাম্পের পরবর্তী মেয়াদে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রোববার এ খবর প্রকাশ করেছে।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্য শক্তিশালী, কঠোর ও স্মার্ট আমেরিকান, তিনি সম্মুখসারির যোদ্ধা।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি