ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

হোয়াইট হাউজে পৌঁছেছেন মেলানিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২০ জানুয়ারি ২০২৫

২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। পক্ষান্তরে তিনি ছিলেন ছেলে ব্যারন ট্রাম্পের কাছে নিউ ইয়র্কে। কিন্তু সোমবার (২০ জানুয়ারি) স্বামী ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হোয়াইট হাউসে উপস্থিত হয়েছেন। 

বিবিসির সাংবাদিক নাদিন ইউসিফ এ খবর দিয়ে বলেন, স্লোভেনিয়া বংশোদ্ভূত মেলানিয়ার (৫৪) জন্মের পর নাম রাখা হয় মেলানিজা কনাভস। তিনি একজন সাবেক মডেল। রাজনৈতিক জীবনে তিনি সীমাবদ্ধতা বজায় রেখেছেন। ম্যানহাটানে ট্রাম্প টাওয়ারের দেয়ালে ছিল তার গ্লামারাস জীবন। সেখান থেকে ওভাল অফিসে ট্রাম্পের পাশে ছিলেন। কেউ কেউ তাকে রহস্যময় বলে বর্ণনা করেন। কারণ, তিনি সাবেক ফার্স্টলেডিদের মতো প্রকাশ্যে এসেছেন খুবই কম। 

সাম্প্রতিক বছরগুলোতে ডোনাল্ড ট্রাম্প যখন তার বিরুদ্ধে আনীত মামলাগুলোর বিরুদ্ধে লড়াই করছিলেন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন- তখন নিজেকে স্পটলাইট থেকে সরিয়ে রেখেছেন মেলানিয়া। তবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে তিনি উপস্থিত হয়েছেন। 

তার স্বামী ২০২২ সালের শেষের দিকে ঘোষণা দেন যে, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তখন তার পাশে ছিলেন মেলানিয়া। 

২০২৪ এর নির্বাচনে ট্রাম্প জয় পাওয়ার পরের দিন সংক্ষিপ্ত এক পোস্টে তিনি বলেন- তিনি এবং তার স্বামী স্বাধীনতাকে রক্ষা করবেন।

এসএস//   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি