ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হোয়াইট হাউসে ট্রাম্প-মুনের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ২২ মে ২০১৮ | আপডেট: ১২:২৮, ২৩ মে ২০১৮

উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আগামী মাসে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন আদৌ অনুষ্ঠিত হবে কি হবে না তা নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

ট্রাম্প ও কিমের মধ্যকার আগামী মাসের শীর্ষ সম্মেলনের আগে সৃষ্ট সংকটগুলো নিয়ে আলোচনা করতে মুন এই ওয়াশিংটন সফর করছেন বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা এএফপি।
তবে সে বৈঠকে আর কী কী বিষয়ে আলাপ হয়েছে তা এখনও জানা যায়নি। বৈঠক থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়েও গণমাধ্যমে কিছু জানায়নি হোয়াইট হাউজ।
প্রসঙ্গত,আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু উভয়পক্ষের কিছু সীমাবদ্ধতার কারণে এই বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি