ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হোয়াটসঅ্যাপের গোপনীয় ৫ ফিচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১৬ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

অনেক ফিচার চালু হয়েছিল আগেই, কিছু ফিচার চালু হয় সম্প্রতি। গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে এখন অনেক সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা।

এক নজরে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের সেরা গোপনীয় ফিচারগুলো-

চ্যাট লক : সম্প্রতি চ্যাট লক ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফলে যে কোনো চ্যাট ‘তালাবদ্ধ’ রাখা যাবে। ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, প্যাটার্ন, পিন ইত্যাদি দিয়ে হোয়াটসঅ্যাপের চ্যাট লক করে রাখা যাবে। গ্রুপ চ্যাট এবং পার্সোনাল চ্যাট-দুই ক্ষেত্রেই এই ফিচার চালু হয়েছে।

গোপনীয়তা রক্ষা : ‘ব্লু টিক’ এবং ‘লাস্ট সিন’ বন্ধ রাখার সুযোগ রয়েছে ব্যবহারকারীদের কাছে। চাইলে ব্লু টিক বন্ধ রাখা যাবে। অর্থাৎ আপনি কারও মেসেজ দেখলে বা সিন করলে শুধু ডবল টিক হবে কিন্তু ব্লু টিক হবে না। এ ছাড়া লাস্ট সিন অপশন বন্ধ রাখার সুযোগ রয়েছে। ফলে ব্যবহারকারী কতক্ষণ হোয়াটসঅ্যাপে লগইন ছিলেন তা জানা যাবে না।

অপরিচিত নম্বরের ফোন সাইলেন্ট রাখা : কোনো অজানা নম্বর থেকে ফোন এলে সাইলেন্ট থাকবে ডিভাইস। এই ফিচার সম্প্রতিই চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফলে কাজের মাঝে অচেনা নম্বরের ফোনকল এলে আর বিব্রত হতে হবে না।

অ্যাপ লক : মেসেজিং অ্যাপটি ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের মাধ্যমেও লক রাখার সুবিধা দিয়েছে। এ জন্য যেতে হবে, সেটিংস>প্রাইভেসি>স্ক্রোর ডাউন অ্যান্ড টেপ অন ফিঙ্গারপ্রিন্ট লক। এতে পাওয়া যাবে এই ফিচারের সুবিধা।

প্রোফাইলের ছবি হাইড রাখা : প্রোফাইলের ছবিও হাইড করার সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপে। যোগাযোগের তালিকায় না থাকা ব্যক্তিদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ছবি হাইড করার সুযোগ আছে ব্যবহারকারীদের হাতে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি