ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

হোয়াটস অ্যাপের বার্তা গোপনে পড়বেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ১১ মার্চ ২০১৮ | আপডেট: ২২:১৫, ১১ মার্চ ২০১৮

তাৎক্ষণিক ক্ষুদে বার্তা আদান প্রদানের জন্য জনপ্রিয় মাধ্যম হোয়াটস অ্যাপ। এই মাধ্যমটিতে আপনাকে পাঠানো কোনো বার্তা আপনি পড়লে তা জানতে পারে যিনি সেই বার্তাটি পাঠিয়েছেন। কিন্তু এমন কী হতে পারে যে, আপনি বার্তাটি পড়বেন কিন্তু প্রেরক তা বুঝতে পারবেন না? আসুন জেনে নিই।

বিগত কয়েক বছরে হোয়াটস অ্যাপ তাঁদের ব্যবস্থায় বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার চালু করেছে। এদের অন্যতম হল যে, প্রাপক বার্তাটি পড়লে প্রেরক তা বুঝতে পারবেন। কিন্তু অনেক সময়ই আমাদের প্রয়োজন হয় যে, আমরা বার্তাটি পড়ব কিন্তু প্রেরক তা বুঝতে পারবে না। বিশেষ করে যখন, প্রেরক আশা করে আপনি বার্তাটি পরে প্রতি উত্তরে তাকে বার্তা লিখবেন কিন্তু আপনার মত তার আশা থেকে ভিন্ন।

সাধারণত যা হয়

সাধারণত যখন কেউ হোয়াটস অ্যাপে কোন বার্তা পাঠায় তখন বার্তা পাঠানো সফল হলে তার পাশে একটি রঙ্গহীন টিক চিহ্ন ভেসে ওঠে।

বার্তাটি যখন প্রাপকের মুঠোফোনে প্রবেশ করে তখন দুইটি টিক চিহ্ন দেখা যায়।

আর প্রাপক যখন বার্তাটি পড়েন তখন টিক চিহ্ন দুইটি নীল রঙ এর হয়ে যায়।

যেভাবে গোপনে বার্তা পড়বেন

হোয়াটস অ্যাপের ‘সেটিংস’ অপশনে একটি ব্যবস্থা আছে যা দিয়ে এই টিক চিহ্ন ওঠা বন্ধ রাখা যায়। তবে এটি করলে আপনার পাঠানো বার্তা প্রেরকের ডিভাইসে পৌছাল কী না সেটি আপনি নিজেই আর দেখতে পারবেন না।

আপনি যা চাচ্ছেন অর্থ্যাত প্রেরককে বুঝতে না দিয়ে তার বার্তা পড়বেন তা করতে হলে এই ধাপগুলো অনুসরণ করুন।

১) যখন কোন বার্তা আসার নোটিফিকেশন আসবে আপনার মুঠোফোনে তখন ডিভাইসটির ‘অ্যারোপ্লেন মুড’ চালু করুন।

২) এরপর হোয়াটস অ্যাপ থেকে বার্তাটি খুলে পড়ে ফেলুন।\

৩) এই ধাপটি বেশ গুরুত্বপূর্ণ। অ্যারোপ্লেন মুড চালু রেখেই হোয়াটস অ্যাপ একেবারে বন্ধ করে ফেলুন। শুধু ‘ব্যাক’ বাটন চেপে বের হয়ে আসলে হবে না। এর জন্য আপনি ‘মাল্টি উইন্ডো’ থেকে বন্ধ করে দিন হোয়াটস অ্যাপ।

৪) এরপর অ্যারোপ্লেন মুড চালু করুন।

মূল ট্রিকসটি কী ধরতে পেরেছেন?

আপনি যখন অ্যারোপ্লেন মুড চালু করেছেন তখন ইন্টারনেট সংযোগ না থাকায় আপনি যে, বার্তাটি পড়েছেন এই তথ্য প্রেরকের কাছে যাচ্ছে না।

সূত্রঃ জিনিউজ টেক

//এস এইচ এস// এআর

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি