ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হ্যাকারদের কবলে ৫ কোটি অ্যাকাউন্ট, জানাল ফেসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮

ফের বড়সড় প্রশ্নের মুখে ফেসবুকের নিরাপত্তা৷ প্রায় পাঁচ কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়ে গেছে বলে জানাল মার্ক জ়াকারবার্গের সংস্থা। প্রোফাইলের ‘ভিউ অ্যাজ’ ফিচারে নিরাপত্তা সংক্রান্ত ফাঁক গলেই হ্যাকারেরা হামলা চালিয়েছে বলে দাবি ফেসবুকের। সম্প্রতি একটি সমীক্ষার মাধ্যমে এই তথ্য জানতে পেরেছে ফেসবুক কর্তৃপক্ষ৷

তারা জানিয়েছে, বিষয়টি সামনে এসেছে গত মঙ্গলবার৷ বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে ফেসবুকের তরফে এ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়৷ দ্রুত সমস্যা সমাধানের জন্য তদন্তও শুরু করা হয়৷

প্রসঙ্গত, এর আগেও ফেসবুকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ ব্যবহারকারীদের তথ্য চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল৷ তার পর ফের একই ঘটনা ঘটল৷ এবার কীভাবে বিশাল পরিমাণ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল সেই প্রশ্নই উঠছে৷

ফেসবুকের তরফে জানা গেছে, ব্যবহারকারীদের অ্যাকাউন্টের ভিউ এজ অপশন থেকেই হ্যাকাররা তথ্য চুরি করেছে৷ একইভাবে ওই অপশন থেকে বিভিন্ন অ্যাকাউন্টের অপব্যবহারও করা হয়েছে৷

ফেসবুকের নিরাপত্তা বিষয়ক প্রধান গে রসন জানিয়েছেন, অ্যাকাউন্ট ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ যা হয়েছে তার জন্য তারা ক্ষমা প্রার্থী৷ এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের প্রতি ফেসবুক কর্তৃপক্ষের পরামর্শ, ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে ফের লগ ইন করা উচিত৷

যদিও এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বজুড়ে৷ সবাই এ নিয়ে স্টেটাস দিতে শুরু করেন৷ সমস্যায় যেতে পড়তে হচ্ছে, এটাও অনেকে জানান৷ অন্যদিকে, এই ঘটনার প্রভাব পড়ে ফেসবুকের ব্যবসাতেও৷ হু হু করে পড়তে শুরু ফেসবুকের শেয়ারের দর৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি