ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হ্যাটট্রিক হলো না সাকিবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ২৩ জানুয়ারি ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে নিজের চতুর্থ ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত সেটি আর হলো না।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে চলমান ত্রিদেশীয় সিরিজের আজকের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং করতে নেমে পরপর দুই বলে দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। জিম্বাবুয়ের দলীয় ২০ রানে চতুর্থ ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৭ রানে এসএফ মিরে’কে বোল্ড আউট করেন সাকিব। পরের বলেই টেইলরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে অল্পের জন্য হ্যাটট্রিক বঞ্চিত হন সাকিব আল হাসান।

নিজের পঞ্চম ওভারের প্রথম বলে সাকিবের দরকার ছিল ইরভিনের উইকেট। প্রায় পেয়েও গিয়েছিলেন। কিন্তু ব্যাটসম্যানের ব্যাটে অল্পের জন্য বল না লেগে কিপার মুশফিকের তালুবন্দি হয় সাকিবের বল।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি