ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘হ্যাপি টুয়েন্টিথ অ্যানিভারসিরি টু মেলেনিয়া!’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৩ জানুয়ারি ২০২৫

দীর্ঘ ৬ বছর ধরে প্রেমের পর ২৩ জানুয়ারি ২০০৫ সালে বিয়ে করেন মেলানিয়া ও ট্রাম্প। সেই হিসেবে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাদের ২০তম বিবাহবার্ষিকী।  আর এবারের বিবাহবার্ষিকীটা ভিন্ন এক আবহে পালন করছেন এই দম্পতি। মাত্র একদিন আগেই ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনান্ড ট্রাম্প। 

জানা গেছে, হোয়াইট হাউজে কিছু আত্মীয়স্বজন ও ব্যক্তিগত বন্ধুদের সঙ্গে মিলে এ বছর তারা বিবাহবার্ষিকী পালন করবেন। 

এদিকে ২০তম  বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেলানিয়া ও ট্রাম্পের বিয়ের একটি ছবি শেয়ার করে, ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, Happy 20th Anniversary to Melania!

এদিকে বর্তমানে মেলানিয়ার সঙ্গে সংসার করলেও ট্রাম্পের বৈবাহিক জীবন শুরু হয় ইভানা ম্যারির সঙ্গে। কানাডা থেকে ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে চলে আসার পর ট্রাম্প ও মডেল ইভানার প্রথম পরিচয়। পরের বছরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের ১৫ বছর যেতে না যেতেই খ্যাতনামা সুন্দরী মার্লা ম্যাপলসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ট্রাম্প। এরই জের ধরে ১৯৯০ সালে বিবাহবিচ্ছেদ ঘটে ট্রাম্প ও ইভানার। তবে মায়ের বিদায় হলেও বাবার কাছেই থেকে যান এই ঘরের তিন সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ও এরিক।

বিবাহবিচ্ছেদ হলে ট্রাম্পের সাথে সম্পর্ক জোরালো হয় মার্লা ম্যাপলসের। ১৯৯৩ সালে মার্লা একটি কন্যাসন্তান টিফানির জন্ম হয়। কিন্তু সেসময় ট্রাম্প জানান, ২য় বারের মতো বিয়ের পরিকল্পনা নেই তার। তবে এর কয়েকদিন পর ঠিকই বিয়ের পিঁড়িতে বসেন ট্রাম্প। ছয় বছর যেতে না যেতেই ১৯৯৯ সালে এই সংসারেরও ইতি ঘটে।

মার্লা তাদের বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে একটি সাক্ষাৎকারে জানান, ট্রাম্প তার সন্তান লালন-পালন সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি রাখতেন। তবে বিবাহবিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে যায়। এমনকি ২০২৩ সালে টিফানির বিয়ের অনুষ্ঠানে একসাথে দেখা যায় ট্রাম্প ও মার্লার।

২য় বিবাহবিচ্ছেদের পর ট্রাম্পের সাথে সম্পর্ক হয় স্লোভেনিয়ার সুন্দরী মেলানিয়ার। জানা যায়, ১৯৯৮ সালে নিউইয়র্কে একটি ফ্যাশন উইক পার্টিতে তাদের ১ম দেখা। দীর্ঘ ৬ বছর ধরে প্রেমের পর ২০০৫ সালে বিয়ে করেন মেলানিয়া ও ট্রাম্প। বর্তমানে ট্রাম্প তার সঙ্গেই আছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি