ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২২, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ০৭:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

নিজেই নিজের ডিভোর্স অ্যানিভার্সারি উদযাপন করলেন চিত্রনায়িকা পরীমণি। সেই উদযাপনে পরী বললেন, আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! 

রূপালি পর্দার পরী জানেন, জীবনটা শুধুই স্বপ্ন আর কল্পনা নয়, বাস্তবতাও। মঙ্গলবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসেও সেটিই স্পষ্ট। 

পরী লিখেছেন,আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। 
আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।”

পোস্টে রাজকে ভুল মানুষ হিসাবেই আখ্যায়িত করেছেন পরী, তবে এনিয়ে কোনো আক্ষেপ নেই পরীর মনে। কারণ এ সবই জীবনের অংশ। তিনি লিখেছেন, “আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা!  কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! 

বলা যায়, জীবন থেকে অনেকটাই শিখেছেন এবং উপলব্ধি করেছেন নায়িকা পরীমণি। তাই এখন অনেকটাই পরিণত তার জীবনবোধ। 

ফেসিবুক পোস্টে সবশেষে শুকরিয়া আদায় করে পরী লিখেছেন “আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!”

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি