ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

হ্যালোউইন কেন পালন করা হয়? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ৩১ অক্টোবর ২০২১

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত হয় হ্যালোউইন উৎসব। ভারতবর্ষে কালী পূজার আগের দিন যেমন ভূত চতুর্দশী পালন করা হয়, ঠিক তেমনি পশ্চিমা দেশের উৎসব এই হ্যালোউইন। এই দিনে মূলত মৃত পূর্ব পুরুষদের স্মরণ করা হয়। 

হ্যালোউইন All Hallows' Eve নামেও পরিচিত। মূলত ইউরোপ এবং আমেরিকার উৎসব হলেও, এখন এশিয়াতেও হ্যালোউইন উদযাপন করতে দেখা যায়। সাধারণত এই দিনে সকলে ভয়ঙ্কর পোশাক পরে মৃত পূর্ব পুরুষদের স্মরণ করেন। 
স্মরণ করা হয় সাধু, মহাপুরুষ ও শহীদদের। যারা এখনও স্বর্গে পৌঁছাননি তাদের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করা হয়। 

প্রকৃতপক্ষে হ্যালোউইন ছিল প্রাচীন কেল্টিক উৎসব। এটা ছিল কেল্টিক সম্প্রদায়ের ফসল কাটার উৎসব। 

প্রায় দুই হাজার বছর আগে আয়ারল্যান্ড, যুক্তরাজ্য এবং উত্তর ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী এই সম্প্রদায় তাদের শীতের মাস শুরুর আগে এই উৎসব করত। 

তাদের বিশ্বাস ছিল হ্যালোউইনের প্রাক্কালে, জীবিত এবং মৃতের মধ্যে কোনও সীমানা থাকে না এবং আত্মারা অবাধে সব জায়গায় চলাচল করতে পারে। 

তবে হালের  হ্যালোউইন অনেকটা ভুতুড়ে পোশাক পরা, ভুতুড়ে গল্প বলা, ভৌতিক সিনেমা দেখার মধ্যেই সীমাবদ্ধ। 

সূত্র: বোল্ডস্কাই 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি