ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

০৩ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ৩ সেপ্টেম্বর ২০১৯

আজকের দিনটি, কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ০৩ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ৩ সেপ্টেম্বর :
১৬৫৮ - রিচার্ড ক্রমওয়েল ইংল্যান্ডের লর্ড প্রোটেকটর হন।
১৭৫২ - ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়। ফলে ৩ সেপ্টেম্বর ১৪ সেপ্টেম্বর হয়।
১৭৮৩ - গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।
১৮১৪ - আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন।
১৮৫৯ - মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।
১৮৬৬ - জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৮৭৫ - আর্জেন্টিনায় প্রথম পোলো খেলা অনুষ্ঠিত হয়।
১৯১৮ - চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।
১৯১৮ - ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সেনারা দখল করে নেয়।
১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালী মিত্র বাহিনীর সাথে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পন করে।
১৯৪৪ - আনে ফ্যাঙ্ক ও তার পরিবারকে ওয়েস্টারব্রক থেকে কুখ্যাত আউসভিচ কনসেনটেশন ক্যাম্পের উদ্দেশে ট্রেনে তোলা হয়।
১৯৫৫ - গাজায় রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি মেনে নেয় ইজরায়েল।
১৯৬৪ - মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি হয়।
১৯৭১ - কাতার বৃটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
১৯৭৬ - ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।
১৯৮৭ - বুরুন্ডিতে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট জ্যা বাপতিস্তা বাগাজেকে উৎখাত করা হয়।

আজ যাদের জন্মতারিখ :
১৮৫৬ - মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান।
১৮৯৮ - রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ।
১৮৯৯ - ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্ণেট, নোবেল পুরস্কার বিজয়ী জীব বিজ্ঞানী।
১৯২৬ - মহানায়ক উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়কদের মধ্যে অন্যতম।
১৯৭১ - ভারতের লেখক কিরণ দেশাই।

আজ যাদের মৃত্যু হয় :
১৮৮৩ - রাশিয়ার লেখক ইভান তুর্গেনেভ।
১৯৬২ - মার্কিন কবি ই ই কামিংস।
১৯৬৩ - আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিস।
১৯৬৯ - ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো-চি-মিন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি