ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

১বছর কিস্তি বন্ধ রাখা ও সূদমুক্ত ঋণ দিতে আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ৪ মে ২০১৭ | আপডেট: ১৯:৫৭, ৪ মে ২০১৭

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্থ এলাকায় এক বছর কিস্তি বন্ধ রাখা ও সূদমুক্ত ঋণ দিতে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর প্রতি আহবান জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।
সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সভা শেষে এ আহবান জানান তিনি। ক্ষতিগ্রস্থদের মধ্যে ৫০ হাজার জেলেকে ভিজিএফ কার্ড দেওয়ারও ঘোষণা দেন তিনি। এছাড়া ক্ষতিগ্রস্থ হাওরবাসীর পুনর্বাসনে দ্রুত কার্যকর ও বাস্তবমূখী সিদ্ধান্ত নিতে প্রত্যেক মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান মন্ত্রী। পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে এক বছরের ঋণের কিস্তি বন্ধ রাখার অনুরোধ জানানো হয়।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি