ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০০ কোটির পথে ‘জাব হ্যারি মেট সেজেল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:০৭, ৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

আশা করা হয়েছিল গত ৪ আগস্ট মুক্তি পাওয়া শাহরুখ-আনুশকা জুটির নতুন সিনেমা ‘জাব হ্যারি মেট সেজেল’ সবাইকে খুশি করবে সবাইকে। কিন্তু দুর্দান্ত অভিনয়ের প্রশংসা চললেও ছবিটি বক্স অফিস কাঁপাতে পারেনি প্রত্যাশা অনুযায়ী।

তবে আশা করা হচ্ছে ধীরগতিতেই সাফল্যের পথে হাঁটবে সিনেমাটি। সেই বিবেচনায় আপাতত এগিয়ে চলছে চলতি বছরের সেরা ব্যবসাসফল ছবির পথে।

মুক্তির চতুর্থ দিন শেষে ৭০ কোটি রুপি আয় ঘরে তুলেছে সিনেমাটি। আজ মঙ্গলবারই ছবিটি ১০০ কোটির ঘরে পা রাখতে পারে বলে খবর ভারতের গণমাধ্যমের।

আর উইকিপিডিয়াতে ছবিটির পরিচিতির বিবরণীতে দেখা যাচ্ছে শাহরুখ-আনুশকার আয় ৭৭ কোটিরও বেশি।

মুক্তির তৃতীয় দিনে সিনেমাটি সর্বমোট আয় করেছিল ৪৫ কোটি ৭৫ লাখ রুপি। তবে মুক্তির চতুর্থ দিন সোমবার রাখিবন্ধনের একটি অতিরিক্ত ছুটি পেয়েছে সিনেমাটি। যার প্রভাব বক্স অফিসে পড়েছে বলে ধারণ করা হচ্ছে।

এই ছবিতে অরিজিৎ সিংয়ের গাওয়া ‌‘হাওয়ায়’ শিরোনামের রোমান্টিক গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বলা হচ্ছে, এই গানের সুবাদে শাহরুখ খান তার পছন্দের অভিনেত্রী আনুশকাকে নিয়ে রোমান্সের নতুন সংজ্ঞা সৃষ্টি করলেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি