ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়

১০০ তেও নেই বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ২৪ অক্টোবর ২০১৮

ব্রিটিশ কোম্পানি কিউএস সম্প্রতি ২০১৯ সালের এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম। ৫০০টির মধ্যে তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের মাত্র ৬টি বিশ্ববিদ্যালয়ের নাম।

প্রকাশিত ওই তালিকার ১২৭ নম্বরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭৫ নম্বরে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে আছে ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ৪৫১ থেকে ৫০০ এর মধ্যে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এ তালিকায় ১১১টি বিশ্ববিদ্যালয়ই চীনে। সেরা ১০ এ থাকা বিশ্ববিদ্যালয়গুলো হল- ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ইউনিভার্সিটি অব হংকং, নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর, চীনের সিনহুয়া ইউনিভার্সিটি, পেকিং  ইউনিভার্সিটি, ফুদান  ইউনিভার্সিটি, হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোরিয়ান অ্যাডভান্স ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি