ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাষাণ‘

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১২:৫১, ২০ মার্চ ২০১৮

আগামী ২৩ মার্চ সারা দেশে মুক্তি পাচেছ ‘পাষাণ’ চলচ্চিত্র। দেশের ১০০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে। এই ছবিতে জুটিবেঁধে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও কলকাতার অভিনেতা ওম। ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির।   

নির্মাতা বলেন, ‘অনেক সময় নিয়ে ছবিটি নির্মাণ করেছি। আমার যত্ন ও ত্রুটির অভাব ছিলো না। বিদ্যা সিনহা মিম এবং ওম দুজনেই চমৎকার অভিনয় করেছন। আশা করছি ছবিটি দর্শকের মন ভরাবে।’

তিনি আরও বলেন, জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ছবিটি সারাদেশের ১০০ হলে মুক্তি পাবে। আপাতত এমনটাই নিশ্চিত হয়েছে। হল সংখ্যা আরও বাড়তে পারে।

নিজের নতুন এই ছবিটি নিয়ে ভালো কিছুর প্রত্যাশা করেন মিমও। তিনি বলেন, ‘‘ছবিটির মুক্তির অপেক্ষায় আছি। সম্প্রতি ট্রেলার ও গান প্রকাশের পর দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে ছবিটি নিয়ে। অনেকেই বলছেন, ছবিটি হলে গিয়ে দেখবন বলে অপেক্ষা করছেন তারা। আর ছবিটিও দর্শকদের কাছে উপভোগ্য হবে। উপভোগ করার মতোই বিনোদন নির্ভর ছবি ‘পাষাণ’।’’

ছবিটির প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া। ওম ও মিম ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন বিপাশা কবির, মিজু আহমেদ, শিমুল খানসহ আরও অনেকে।

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি