ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

১০৭ রানে শেষ ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১১ আগস্ট ২০১৮

অ্যান্ডারসনের বিষাক্ত সুইংয়ের সামনে মাথা নোয়াল ভারত৷ কোহলি অ্যান্ড কোংয়ের ব্যাটিং জারিজুরি শেষ মাত্র ৩৫ দশমিক ২ ওভারে৷ প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অল আউট হয়ে প্যাভিলিয়েন ফিরল টেস্টের এক নম্বর দল৷ জিমি পেলেন পাঁচ উইকেট৷ বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে উইকেটে বল নড়তেই বেড়িয়ে পড়ল ভারতের কঙ্কালসার ব্যাটিং চিত্র৷

লর্ডস টেস্টে প্রথম দিনটা বৃষ্টি ধুয়ে দিয়েছিল৷ দ্বিতীয় দিন কোহলিদের ব্যাটিং ধুয়ে মুছে সাফ করে দিলেন অ্যান্ডরসন৷ দিনের শেষে ৩৬ বয়সী জিমির ঝুলিতে বিজয়, রাহুল, রাহানেসহ আরও দুই উইকেট৷ ইংল্যান্ডের হয়ে বাকি কাজটা করে দেন পেসার ক্রিস ওকস৷ এজবাস্টনে ভারতীয় ব্যাটিংয়ের মুখ রক্ষা করেছিলেন কোহলি-হার্দিক৷ এদিন সেই দুই মহামূল্যবান উইকেট তুলে দিয়ে ভারতকে আইসিইউতে পাঠিয়ে দেন ওকস৷ বাকি তিনটি উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন ব্রড-কারন৷

ওপেনিংয়ে ধাওয়ানের পরিবর্তে রাহুল এলেও ভারতীয় ব্যাটিংয়ের আকাশে জমা হওয়া কালো মেঘ এদিন সরল না৷ কর্ণাটকি ওপেনার ফিরলেন মাত্র ৮ রানে৷ অপর ওপেনারের বিজয়ের ইনিংস টিকল মাত্র পাঁচ বল৷ নামের পাশে শূন্য৷ মিডল অর্ডারে কোহলির প্রতি অতিনির্ভরতা কোনও স্তরে গিয়ে দাঁড়িয়েছে রাহানে-পূজিদের স্কোরকার্ড দেখলেই বোঝা যায়৷

অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিয়ে রান আউট হয়ে ফিরলেন পূজারা৷ সংগ্রহ মাত্র ১রান৷ রাহানে ফিরলেন ১৮ রানে৷ হার্দিক ১১ আর কার্তিক ১৷ শেষ বেলায় অশ্বিন ২৯ রান না জুড়লে আরও বেশি লজ্জার মুখে পড়তে হতে পারত৷ ব্রডের এলবিডব্লিউয়ের শিকার হয়ে না ফিরলে ভারতের ঝুলিতে আরও বেশি রান জুড়ত৷ দক্ষিণী অলরাউন্ডারের ক্যামিও ইনিংস ভারতের মান বাঁচাল বলা চলে৷ এরপরও যদিও ১০৭ রানে শেষ টেস্টের নম্বর ওয়ান দল৷

অন্যদিকে, ইংল্যান্ড সফরে তিন ইনিংস মিলিয়ে চূড়ান্ত ব্যর্থ দীনেশ কার্তিক৷ কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমানের অভাবটা ভালই বুঝতে পারছেন বিরাট৷ তৃতীয় দিন শামি-ইশান্তরা দারুণ কিছু করে দেখাতে না পারলে লর্ডসে আরও সমস্যায় পড়তে হতে পারে ভারতকে৷ এজবাস্টন টেস্ট হারের পর লর্ডসের দ্বিতীয় দিনের ব্যাটিং ধসের দুঃস্বপ্ন ভুলে কামব্যাক করাই এখন কোহলিদের কাছে বিরাট চ্যালেঞ্জ৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি