ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১১০ ফুট লম্বা বেণী, চুল পরিষ্কারে লাগে ৬ বোতল শ্যাম্পু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১৯ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

পুরো নাম আশা ম্যান্ডেলা, বাস আমেরিকার ফ্লোরিডায়। প্রতিবেশীরা ডাকেন 'বেণীর রানি' বলে। পড়শিরা মজার ছলে বললেও খুব একটা অত্যুক্তি নয় সেটি। ২০০৯ সালে এক বার চুলের ‘লক’ বা বিশেষ ধরনের জট পাকানো বেণীর দৈর্ঘ্য মাপিয়েছিলেন তিনি। সে সময়ে দৈর্ঘ্য ছিল ৫.৯৬ মিটার বা ১৯ ফুট সাড়ে ছয় ইঞ্চি। তারপর ১৩ বছরে আশার চুল আরও লম্বা হয়েছে। আশার দাবি, বর্তমানে তার চুল ১১০ ফুট লম্বা।

স্থানীয় সংবাদমাধ্যমকে আশা জানিয়েছেন, ৪০ বছর আগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে আমেরিকায় আসেন তিনি। আর তার পর থেকেই চুলে জট-পাকানো বেণী তৈরি শুরু। বর্তমানে তার চুলের ওজন প্রায় ১৯ কিলোগ্রাম বলে জানিয়েছেন তিনি। কিন্তু একে ‘ভার’ ভাবতে নারাজ আশা। বরং তার কাছে এ এক ধরনের শিরোভূষণ।

আশার স্বামী ইমানুয়েল চেগ পেশায় কেশশিল্পী। জট-পাকানো চুলের স্টাইলিস্ট। আশার চুলের পরিচর্যা করেন তিনিই। সংবাদমাধ্যমকে ইমানুয়েল জানান, আশার চুল পরিষ্কার করতে অন্তত ছয় বোতল শ্যাম্পু প্রয়োজন হয়। ভেজা চুল শুকোতে লাগে দু'দিন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি