১১১টি বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে
প্রকাশিত : ১৬:৫২, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৫২, ১০ জুলাই ২০১৬
লালমনিরহাটসহ দেশের ১১১টি বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
রোববার সকালে লালমনিরহাটের ভিতরকুঠিতে তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। লালমনিরহাটের ৫৯টি বিলুপ্ত ছিটমহলে ৮টি দলে ৩২ জন সুপারভাইজার তথ্য সংগ্রহের কাজ করছেন। তথ্য সংগ্রহ শেষ হবে আগামী ১৬ জুলাই। কাজ শেষ হলে আগামী ৪ সেপ্টেম্বর থেকে বিলুপ্ত ছিটমহলের নাগরিকেরা তাদের জাতীয় পরিচয় পত্র পাবেন।
আরও পড়ুন