ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

১১ বছরের মধ্যে প্রথম টিকেটের দাম বাড়াল ম্যান ইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২১ ফেব্রুয়ারি ২০২৩

১১ বছরের মধ্যে প্রথমবার  টিকেটের দাম বাড়ানোর ঘোষণা দিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী মৌসুম থেকে প্রাপ্তবয়স্কদের টিকেটের দাম শতকরা ৫ শতাংশ বাড়ানো হয়েছে। 

ম্যাচ আয়োজনের খরচ বেড়ে যাবার কারনেই টিকেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ বছরে ম্যাচ আয়োজনের খরচ ৪০ শতাংশ বেড়েছে। আর গত ১২ মাসেই সেটি বেড়ে দাঁড়িয়েছে ১১ শতাংশ। 

এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড জানায়, ‘ক্লাবকে ভালোভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই ২০২৩-২৪ মৌসুম থেকে টিকেটের মূল্য সামান্য বাড়ানো হয়েছে।’

তারা আরও জানায়, ‘বর্তমান মূল্যস্ফীতির তুলনায় টিকেটের মূল্য যথেষ্টই কম বাড়ানো হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে টিকেটের মূল্য, ম্যাচের দিন খাবার ও পানীয় প্রিমিয়ার লিগের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মধ্যেই আছে।’

অবশ্য অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের জন্য মৌসুমি টিকেটের মূল্য একই রকম রেখেছে ম্যান ইউ। এ ছাড়া ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য টিকেটে উপর ৫০ শতাংশ ছাড়ও থাকছে। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি